গণভোটকে স্বীকৃতি দেবে না রুশ মিত্র কাজাখস্তান

author-image
Harmeet
New Update
গণভোটকে স্বীকৃতি দেবে না রুশ মিত্র কাজাখস্তান

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলকে মস্কোর সঙ্গে যুক্ত করা হলে স্বীকৃতি দেবেন না কাজাখস্তান। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রাশিয়ার সোভিয়েত যুগের মিত্র কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে ইউক্রেনের খেরসন, লুহানস্ক, ডনেস্ক এবং জাপোরজ্জিয়ার একাংশ দখল করে নিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিকে মস্কোর সঙ্গে যুক্ত করে নিতে শুক্রবার থেকে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সেখানকার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতারা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পশ্চিমা বিশ্ব।



এমন পরিস্থিতিতে জাতিসংঘের সনদ অনুযায়ী ইউক্রেন সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ। তিনি বলেন, "এ বিষয়ে রাজনৈতিক সংলাপ প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা আমাদের পক্ষ থেকে করা হবে।"