নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতি যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির সরকার, তখনই তার পদত্যাগের ঘোষণা এলো। গত চার বছরের কম সময়ে পদত্যাগ করার মধ্যে তিনি পঞ্চম অর্থমন্ত্রী। তিনি জানান, 'আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো।' মিফতাহ ইসমাইল ও শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তারা দু’জন পাকিস্তানে ফেরার কথা রয়েছে।