হিজাব বিতর্কে মাহশার পর ফের মৃত্যু তরুণীর

author-image
Harmeet
New Update
হিজাব বিতর্কে মাহশার পর ফের মৃত্যু তরুণীর

নিজস্ব সংবাদদাতাঃ  মাহশা আমিনির মত্যুর পর থেকে উত্তাল ইরান। মাহশার মৃত্যুর পর গোটা ইরান জুড়ে প্রতিবাদে নেমেছেন মহিলারা। কেউ হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন, কেউ আবার নিরাপত্তা রক্ষীদের কবজায় পড়েও, চিৎকার করে মাহশার মৃত্যুর প্রতিবাদ করছেন। সবকিছু মিলিয়ে মাহশা আমিনির মৃত্যুর পর থেকে প্রতিবাদ, বিক্ষোভে নেমেছেন ইরানের বহু মানুষ। মাহশার মৃত্যুর পর যে মুখগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায়, তার মধ্যে অন্যতম হাদিস নাদাফি। বছর ২২-এর হাদিস ইরানের রাস্তায় নেমে মাহশার মৃত্যুর প্রতিবাদ করেন জোর কদমে। হাদিসের প্রতিবাদের জেরে যখন ইরানের রাস্তায় আগুন জ্বলতে শুরু করে, সেই সময় ২২ বছরের তরুণীকেও মৃত্যুর মুখে পড়তে হয়। 



ইরানি নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় হাদিস নাদাফির। হাদিসের মৃত্যুর পর তাঁর কবর দেখে কান্নায় ভেঙে পড়তে শুরু করেছেন বহু মানুষ।