বৃষ্টিতে কী ব্যবস্থা বোসপুকুর তালবাগান পুজো কমিটির?

author-image
Harmeet
New Update
বৃষ্টিতে কী ব্যবস্থা বোসপুকুর তালবাগান পুজো কমিটির?

নিজস্ব সংবাদদাতা : শহর জুড়ে এক এক করে পুজো উদ্বোধন শুরু হয়েছে। দেবীপক্ষে শুরু হয়েছে ঠাকুর দেখাও। তবে পুজোয় বৃষ্টি বাদ সাধতে পারে বলে আশঙ্কা। পুজোয় বৃষ্টি হলে ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে দর্শনার্থীদের।




অনেক পুজো কমিটিই করোনা সুরক্ষার কথা ভেবে মণ্ডপ করেছে খোলামেলা। সেক্ষেত্রে মাথা বাঁচানোর বিশেষ ব্যবস্থা থাকছে না।এদিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে বোসপুকুর তালবাগান কমিটি। মণ্ডপ ঘেরা হলেও মণ্ডপের পিছন দিকে রয়ছে শেল্টার। বৃষ্টি হলে সেখানে আশ্রয় নিতে পারবেন দর্শনার্থীরা।