নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে অবস্থিত, মাতা বৈষ্ণো দেবী মন্দিরটি সোমবার থেকে শুরু হওয়া নয় দিনের নবরাত্রি উৎসবে আগত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে সজ্জিত হয়েছে।শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (এসএমভিডিএসবি) ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছ।
উৎসব চলাকালীন দেশ ও বিদেশ থেকে তিন লাখেরও বেশি তীর্থযাত্রী মন্দিরে আসবেন বলে আশা করা হচ্ছে। জনজোয়ারের কথা ভেবে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মন্দির বরাবর ১২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।শারীরিকভাবে প্রতিবন্ধী ভক্তদের বিনামূল্যে ঘোড়া এবং ব্যাটারি গাড়ি পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে তীর্থযাত্রীদের জন্য গুহা মন্দিরের পথে শ্রাইন বোর্ড সেলফি পয়েন্ট চালু করা হয়েছে।