পোষ্য-বান্ধব পুজো উদ্বোধনের বিশেষ অতিথি চারপায়ীরা

author-image
Harmeet
New Update
পোষ্য-বান্ধব পুজো উদ্বোধনের বিশেষ অতিথি  চারপায়ীরা

নিজস্ব সংবাদদাতা : মহালয়ার আগে থেকেই শহরে পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজো উদ্বোধন হল মহালয়ায়। এবছর তাদের উদ্বোধনে ছিল চমক। রোষ্য বান্ধব মণ্ডপ উদ্বোধনের বিশেষ অতিথি হিসেবে পৌঁছে গিয়েছিল কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের চার সদস্য। এরা হল ল্যাব্রাডর মলি এবং ক্যাম্ফোর এবং জার্মান শেফার্ড লিজা এবং ডিঙ্কি।​











পথ কুকুর বা সারমেয়দের নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা থেকে জানা যায় তাদের ওপর ঘটা অমানবিক ঘটনাগুলির কথা। সেই জায়গা থেকে সমাজকে একটা পাঠ পড়াতেই এবছর বিশেষ ভাবনা ভেবেছে পুজো কমিটি। পুজোর থিম প্রদর্শন করে 'পোষা প্রাণীদের জন্য আশ্রয়'কে। মায়ের কোলটাই তাদর জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। অসুরের স্থানে দুটি রাস্তার কুকুর স্থান পেয়েছে যাদের দেবী প্রতিমার পায়ের কাছে বসে থাকতে দেখা যায়। য়াদের দেখলেই বোঝা যাবে যে তারা মা দুর্গার সামনে আশ্রয় প্রার্থনা করছে। অসুরের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে সমাজের সেই সব বাইক আরোহীকে, যারা অনায়াসেই সারমেয়র ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারে।