দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মুন্ডুমারী থেকে নয়া, রাস্তার ধারে বিপদজ্জনক অবস্থায় রয়েছে গাছগুলি।উদাসীন প্রশাসন।এমনিতেই রাস্তার বেহাল দশা।বাস ইউনিয়নের হুঁশিয়ারিতে সাময়িক রাস্তা সংস্কারের কাজ চলছে এই মুহুর্তে। তারপর আবার গাছ ভেঙে পড়ার আশঙ্কা। ছবি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার। পিংলা ব্লকের মুন্ডুমারি থেকে নয়া পর্যন্ত রাজ্য সড়কের পাশে পঞ্চাশের বেশি বড় বড় গাছ দাঁড়িয়ে থাকা অবস্থায় শুকনো হয়ে যাচ্ছে। আর যার জেরে বাড়ছে বিপদ।অনেকেই বিপদের সম্মুখীনও হয়েছে। কদিন আগেও হাজরা বাগান এলাকায় একটি মারুতি গাড়ির আগেই হঠাৎ গাছের ডাল ভেঙে পড়লো। রীতিমতো আতঙ্কিত রাস্তার দুই পাশে থাকা দোকানদার ও পথচলতি মানুষ।
এই নিয়ে পিংলা বিডিওকে লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন হাজরা বাগান এলাকার বাজার কমিটি।এই ভাবে চলতে থাকলে, গাছ গুলির কিছু ব্যাবস্থা না করলে বিপদ আরো বাড়বে বলে অনুমান করছে সাধারন মানুষ।