১৫ দফা দাবিতে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি

author-image
Harmeet
New Update
১৫ দফা দাবিতে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : সোমবার ২৬ সেপ্টেম্বর রানীগঞ্জ বিধানসভার উখড়া পঞ্চায়েত প্রধানের হাতে ১৫ দফা দাবিতে স্মারকলিপি তুলে দিল সিপিআইএম । দাবিগুলির মধ্যে রয়েছে ১০০ দিনের কাজের বদলে ২০০ দিনের কাজ দিতে হবে।অবিলম্বে এই কাজ চালু করতে হবে এবং ১০০ দিনের কাজের বকেয়া পাওনা অবিলম্বে মিটিয়ে দিতে হবে । এদিনের এই স্মারক লিপি প্রদান অনুষ্ঠানের আগে পঞ্চায়েত অফিসের বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিপিআইএম নেতাকর্মীরা ।​




সিপিআইএম নেতা অঞ্জন বকশি, আলম খান ও নীলাম্বর মন্ডলরা জানান, 'উখড়া পঞ্চায়েত প্রধান রাজনৈতিক রং দেখে কাজ দিচ্ছেন । এমন বহু বিরোধী দলের কর্মীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি, বার্ধক্য ভাতা পাননি, বিধবা ভাতা পাননি।' অঞ্জনবাবু জানান, 'উখড়া পঞ্চায়েত প্রধান রাজনৈতিক রঙ দেখে কাজ করা বন্ধ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম ।'