হরি ঘোষ, দুর্গাপুর : বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি'র) মেইন গেটে সোমবার বিক্ষোভ প্রদর্শন করলো সিটু। পাশাপাশি মিছিলও করেন ওই চত্বরে এদিন।ডিএসপি'র হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের কথায়, 'করোনার বীভৎসতা জয় করে সেইলের ইতিহাসে সব থেকে বেশি লাভের পরেও পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসবের আগে সেইল যখন তার শ্রমিকদের অ্যানুয়াল বোনাস দিলোই না, তখন আগামী ১০ অক্টোবরের তৃতীয় মিটিং-এ আবার অন্তত ৫০,০০০ এর বেশি টাকাই যাতে চায় সব ট্রেড ইউনিয়ন- সিটু সেই চেষ্টাই চালাচ্ছে- কারণ দাবিতে ৬৩,০০০ টাকা থেকে ৪৫,০০০ পর্যন্ত নামার ব্যাপারে অন্য ইউনিয়নের সাথে সিটুও একমত হয়েছিলো। মরিয়া হ'য়ে সেপ্টেম্বর মাসের মধ্যে বোনাস চাই।
রাজ্যের সব থেকে বড় উৎসবের আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর অ্যালয় স্টিলস প্ল্যান্ট, ইস্কো স্টিল প্ল্যান্ট, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেইলের বিভিন্ন অফিসের শ্রমিকদের হাতে টাকা না ঢোকায় রাজ্যের বাজারে একটা বড় নেগেটিভ এফেক্টও হলো, এই সময় শ্রমিকের পিঠে ছুরি মারা হবে এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই না ক'রলে- এটা অন্য সমস্ত ট্রেড ইউনিয়নকে বুঝিয়ে যুক্ত সংগ্রামের মঞ্চ তৈরি ক'রে কোম্পানিকে বড় ধাক্কা দিতে আমরা প্রস্তুতি নিচ্ছি।'