নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে তাঁর ম্যাচ চলাকালীন চেয়ার আম্পায়ারকে এক কঠিন প্রশ্ন করলেন বিশ্বের দু’নম্বর টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভ। রাশিয়ান তারকা জিজ্ঞেস করেন, ‘আমার প্রাণ গেলে তার দায় কে নেবে’? টোকিওর তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে। এত বেশি তাপমাত্রার প্রভাব কমবেশি সকল অ্যাথলিটের ওপরেই পড়েছে।
মেদভেদেভও টেনিসে পুরুষদের সিঙ্গলসে তাঁর তৃতীয় ম্যাচে এই তাপমাত্রার জন্য প্রচন্ড সমস্যার সন্মুখীন হয়েছিলেন। তাঁর অবস্থা দেখে চেয়ার আম্পায়ার কার্লোস র্যামোস তাঁকে জিজ্ঞেস করতে যান তিনি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা। উত্তরে মেদভেদেভ বলেন, ‘আমি একজন যোদ্ধা। আমি ম্যাচটা খেলব। তবে আমার প্রাণ যেতে পারে। কিন্তু আমার প্রাণ গেলে তার দায় কি ইন্টারন্যাশানাল টেনিস ফেডারেশন নেবে’?