তারাতলায় অগ্নিকাণ্ডের কবলে স্কুল বাস

author-image
Harmeet
New Update
তারাতলায় অগ্নিকাণ্ডের কবলে স্কুল বাস

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। তারাতলায় ফ্লাইওভারের ওপর চলন্ত বাসে আগুন লাগলো। অগ্নিকাণ্ডের কবলে স্কুল বাস। কালো ধোঁয়ায় ঢাকলো চারপাশ। দাউ দাউ করে জ্বলছে স্কুলবাসটি।





তবে, বাসে কোনো পড়ুয়া না থাকায় রক্ষা। অগ্নিকাণ্ডের জেরে ডিএইচ রোডে যান চলাচল করছে ধীর গতিতে।