নিজস্ব সংবাদদাতাঃ করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতি এমনিতেই ধুঁকছে। মানুষ চাকরি হারাচ্ছে, পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতেই টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দল, বাংলার টেবিল টেনিস প্লেয়ার সুতীর্থা মুখোপাধ্যায় এবং শ্যুটারদের জঘন্য পারফরম্যান্স একটি বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কের বিষয় হল, এই পরিস্থিতিতেও কেন এত টাকা খরচ করে এই অ্যাথলিটদের টোকিওতে পাঠানো হল।
টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সুতীর্থা মুখোপাধ্যায়ের পারফরম্যান্স দেখে স্থানীয় কোনও প্লেয়ার লজ্জা পেয়ে যাবেন। ভারতের মহিলা হকি দলের প্লেয়ারদের নিজেদের মধ্যেই কোনও সমন্বয় ছিল না। গুরজিত এমনভাবে একটি পেনাল্টি শট মেরেছিলেন, যা দেখে মনে হচ্ছিল তিনি যেন পার্কে হাঁটতে বেরিয়েছেন। প্রথম তিন ম্যাচে ভারতের সম্পূর্ণ হকি দল অত্যন্ত নিরাশ করেছে। পদক জেতার ক্ষিধেটাই দেখা যায়নি তাদের পারফরম্যান্সে।