New Update
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : পঞ্চায়েত ভোটের আগে আবারো বিজেপি ও সিপিএমকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস।পদ্ম ও কাস্তে হাতুড়ি তারা ছেড়ে ঘাস ফুল শিবিরে যোগদান করলো বিজেপি ও সিপিএম দলের কর্মীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদসভা ও যোগদান সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, ১০০ দিনের মজুরির দাবিতে ও বাংলায় বিজেপির মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এদিন বিজেপি ও সিপিএম দলের প্রায় শতাধিক কর্মী ওই প্রতিবাদ সভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত এবং সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা । বিজেপি ও সিপিএম দল ছেড়ে আসা সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ তাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, 'সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন এলাকা থেকে বিজেপি ও সিপিএম দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন। সাঁকরাইল ব্লকে সিপিএমের কোন অস্তিত্বই আগামী দিনে থাকবে না। সেই সঙ্গে যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে সেই বিজেপি কেবলমাত্র ইডি ও সিবিআইকে নিয়ে বেঁচে থাকতে চাইছে। মানুষকে ভুল বুঝিয়ে বেশিদিন রাখা যায় না। তাই যারা ভুল বুঝে বিজেপি দলে যোগদান করেছিলেন তারা দলে দলে জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে সাঁকরাইল ব্লকে প্রার্থী খুঁজে পাবে না বিজেপি ও সিপিএম । তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে জয়ী হবেন।' সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন ।একশ দিন কাজের প্রকল্পের টাকা না দেওয়ার জন্য তিনি কেন্দ্রকে দোষারোপ করেন । সেই সঙ্গে তিনি বলেন, পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, সেদিকে কেন্দ্র সরকারের নজর নেই। কেবল বাংলাকে বঞ্চনা করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি নেতারা। তাই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার উন্নয়ন বিরোধী বিজেপিকে সাঁকরাইল এর মাটি থেকে তিনি উৎপাত করার ডাক দেন।