নিজস্ব সংবাদদাতাঃ আলোস্বল্পতার কারণে বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ডুবরি ইউনিট। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলোস্বল্পতার কারণে আমরা উদ্ধার অভিযান স্থগিত করেছি। তবে সোমবার ভোর ৫টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু হবে। তখন রাজশাহী থেকে আগত আরও একটি ডুবরি ইউনিটসহ মোট তিনটি ইউনিট উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে।’
এদিকে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।