ইতালিতে ক্ষমতায় আসছে ডানপন্থীরা?

author-image
Harmeet
New Update
ইতালিতে ক্ষমতায় আসছে ডানপন্থীরা?

নিজস্ব সংবাদদাতাঃ ইতালিতে নতুন সরকার গঠনে ভোট চলছে। এবারের ভোটে জর্জিয়া মেলোনির নেতৃত্বে দেশটির ডানপন্থীদের রাজনৈতিক জোট জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালির নির্বাচনটি ইউরোপজুড়ে আলোচনায় রয়েছে। নির্বাচনে জয়ী হলে জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। ইতালির স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ৫ কোটির বেশি ভোটার ভোট দেবেন। প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা সিসিলিয়ান রাজধানী পালেরমোতে সকালে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে জর্জিয়া মেলোনির প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী নেতা এনরিকো লেত্তা। তিনি রোমে ভোট দিয়েছেন। মেলোনি ভোট দিয়েছেন মিলানে।
ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর জারি করা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছেন জর্জিয়া মেলোনি। কিন্তু তিনি ফ্যাসিবাদীদের পুরনো স্লোগানকে ধারণ করেন। তিনি কথা বলেছেন এলজিবিটি লবির বিরুদ্ধে এবং অভিবাসীদের ঠেকাতে লিবিয়া ঘিরে নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন। 


আগস্টের শুরু পর্যন্ত ইতালির বাম ও মধ্যপন্থী দলগুলো মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের কঠিন প্রতিদ্বন্দ্বী হওয়ার আভাস দিয়েছিল। কিন্তু তারা কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে মেলোনির বিরুদ্ধে লড়াইয়ে একা হয়ে পড়েচন মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা এনরিকো লেত্তা।