যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া নারী মাহশা আমিনির হেফাজতে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ নিয়ে শত্রুতাপূর্ণ মিডিয়া কাভারেজ ও হস্তক্ষেপের কথা উল্লেখ করে এই দুই রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে গিয়েছিলেন। লন্ডনভিত্তিক পারসিয়ান ভাষার সংবাদমাধ্যমে বিক্ষোভ নিয়ে সম্প্রচারকে শত্রুতাপূর্ণ বৈশিষ্ট্যের উল্লেখ করে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে দেশটির পালার্মেন্টের স্পিকারের হস্তক্ষেপমূলক অবস্থানের ব্যাখ্যা চাইতে। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন নরওয়ের পার্লামেন্টের স্পিকার।