নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ায় ক্রমেই জোরালো হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। অন্যদিকে রাজপথের আন্দোলন সামাল দিতে কঠোর অবস্থানে রয়েছে ক্রেমলিন। রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় এরই মধ্যে দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। এর মধ্যেই এ সংক্রান্ত একটি নতুন বিলে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেসব রুশ সেনা যুদ্ধে অংশগ্রহণে অস্বীকার করবে, রণক্ষেত্র ছেড়ে যাবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে নতুন আইনে তাদের ১০ বছরের সাজা দেওয়ার কথা বলা হয়েছে। কোনও সেনা সদস্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাকে ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। আগের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য পাঁচ বছরের সাজার বিধান ছিল।