বিকল্প জ্বালানির সন্ধানে সৌদিতে জার্মান চ্যান্সেলর

author-image
Harmeet
New Update
বিকল্প জ্বালানির সন্ধানে সৌদিতে জার্মান চ্যান্সেলর

নিজস্ব সংবাদদাতাঃ জ্বালানির জন্য রাশিয়ার বিকল্প উৎসের সন্ধানে সৌদি আরব সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরের অংশ হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ শহর জেদ্দায় পৌঁছান তিনি। সৌদি আরবে পৌঁছে দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। তবে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরেও যাওয়ার কথা রয়েছে জার্মান চ্যান্সেলরের। বিকল্প জ্বালানির সন্ধানে তেল ও গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। তবে এই সফরেই দেশগুলোর সঙ্গে জ্বালানি নিয়ে বড় ধরনের কোনও চুক্তিতে উপনীত হওয়া সম্ভব কিনা, সেটি নিশ্চিত নয়।