নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলে এক সাবেক এমপিসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। দখলকৃত খেরসনের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাদের মৃত্যু হয়। রুশপন্থী কর্তৃপক্ষ অভিযোগ করেছে ইউক্রেন এই হামলা চালিয়েছে। আঞ্চলিক এক কর্মকর্তা বলেছেন, রাশিয়াপন্থী সাবেক ইউক্রেনীয় আইনপ্রণেতা ওলেক্সি জুরাভকো হামলায় নিহত হয়েছেন। কিরিল স্ট্রেমোসভ নামের ওই কর্মকর্তা দাবি করেছেন, রবিবার প্লে হোটেলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশপন্থী কর্মকর্তাদের এমন অভিযোগের বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি। প্রাথমিক তথ্য অনুসারে হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রুশপন্থী কর্তৃপক্ষ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় রুশ সংবাদমাধ্যমের সাংবাদিকরা অবস্থান করছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হোটেলের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালানো হচ্ছে।