নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছেন কেভিন ডে ব্রুইন। এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা গিয়েছে কেভিন ইতিমধ্যে ছটি গোলের পাস বাড়িয়েছেন। আর্সেনালের বুকায়ো সাকারাও রয়েছেন সবথেকে বেশি অ্যাসিস্ট করার দৌড়ে।