নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে রাজ্যের শাসকদলের বাইক র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জেলার ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার উত্তর বরোজ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বরোজ ও অর্জুন নগর এলাকায় কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। এলাকায় যথেষ্ট উত্তেজনা।
স্থানীয় এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলিকে কয়েক ঘন্টা ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপির দাবি, বাইক র্যালি থেকে তৃণমূল কর্মীরা উত্তর বরোজে তাঁদের উপর হামলা চালিয়েছে। বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীরা জখম হয়েছে বলে দাবি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে, পুলিশের উপস্থিতিতে তৃণমূলের উপর হামলা চালিয়েছে বিজেপি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলিকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, "অবিলম্বে বিজেপির দালাল ভূপতিনগর থানার ওসিকে বদলি করা হোক।" আগামীদিনে তা না হলে তৃণমূল নেতা-কর্মীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।