BREAKING : কাঁপছে পাকিস্তান,প্রত্যাঘাত হবেই ! এবার আরব সাগরে নামলো INS সুরাট
BREAKING : নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল
BREAKING : বৈশরণ ভ্যালি পরিদর্শন শেষ ! এবার কোন পথে তদন্ত করবে এনআইএ (NIA)
বন্যায় ভাঙা বাঁধ এবার ফিরে পেল গ্রামবাসী
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, কেন্দ্র দখল করুক ! ফের পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি তুললেন ওয়াইসি
BREAKING : ৭০ বছর ধরে ভারতে বসবাসকারী মানুষদের তাড়িয়ে দেওয়া উচিৎ নয় ! পাকিস্তানি নাগরিকদের বিষয়ে কি বললেন ফারুক আবদুল্লাহ
BREAKING : জাতিভিত্তিক জনগণনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
BREAKING : নির্বাচন তালিকায় স্বচ্ছতা আনার জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ! দেখুন বড় খবর
মুহুর্তের আগুনে সব শেষ গোলগ্রামে

শাসকদলের বাইক র‍্যালিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

author-image
Harmeet
New Update
শাসকদলের বাইক র‍্যালিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে রাজ্যের শাসকদলের বাইক র‍্যালিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জেলার ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার উত্তর বরোজ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বরোজ ও অর্জুন নগর এলাকায় কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। এলাকায় যথেষ্ট উত্তেজনা।

স্থানীয় এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলিকে কয়েক ঘন্টা ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপির দাবি, বাইক র‍্যালি থেকে তৃণমূল কর্মীরা উত্তর বরোজে তাঁদের উপর হামলা চালিয়েছে। বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীরা জখম হয়েছে বলে দাবি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে, পুলিশের উপস্থিতিতে তৃণমূলের উপর হামলা চালিয়েছে বিজেপি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলিকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, "অবিলম্বে বিজেপির দালাল ভূপতিনগর থানার ওসিকে বদলি করা হোক।" আগামীদিনে তা না হলে তৃণমূল নেতা-কর্মীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।