হাবিবুর রহমান, ঢাকাঃ
বাংলাদেশে পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় শিশু ও নারীসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানিয়েছে, রোববার দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে ৭ জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।