নিজস্ব সংবাদদাতাঃ শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি, অমৃতসর দ্বারা আয়োজিত একটি বিশেষ ফ্লাইট ৩৮ জন প্রাপ্তবয়স্ক, ১৭ জন শিশুকে নিয়ে রবিবার বিকেলে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। আফগানিস্তান থেকে আগতরা দিল্লি বিমানবন্দরে প্রয়োজনীয় ফর্মালিটিস সম্পন্ন করবে এবং নিউ দিল্লির নিউ মহাবীর নগরের কে ব্লকের গুরুদ্বার শ্রী গুরু অর্জন দেবজিতে চলে যাবে।
শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি, ভারতীয় ওয়ার্ল্ড ফোরাম এবং ভারত সরকারের সাথে সমন্বয় করে, ইসলামী দেশ থেকে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার সুবিধা দিচ্ছে ৷ জুন মাসে কাবুলের গুরুদ্বারা কার্তে পারওয়ানে হামলার পর এখন পর্যন্ত ৬৮ জনের মতো আফগান হিন্দু ও শিখ এসেছে। যাত্রীদের বিমান ভাড়া কমিটি বহন করছে।