নিজস্ব সংবাদদাতাঃ রাহুল গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'-এর আজ মেগা মার্চের একটি ছবি পোস্ট করেছেন এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। তিনি লিখেছেন ,' এই ছবি শুধু কেরালার নয়, গোটা দেশের কথা বলছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে, নরেন্দ্র মোদী মুদ্রাস্ফীতি নিয়ে বড় বড় বক্তৃতা দিয়েছিলেন এবং মহিলাদের চুলায় রান্না করতে দেখে আবেগপ্রবণ হয়েছিলেন। কিন্তু আজকের বাস্তবতা কি?'
এরপর তিনি আরও লিখেছেন,'গত আট বছরে, ৪১০ টাকা মূল্যের একটি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১১০০ টাকা হয়েছে এবং কিছু রাজ্যে, তারও বেশি। মুদ্রাস্ফীতি সর্বসাধারণকে বিপর্যস্ত করছে। মানুষ দুবেলা খাবারও পাচ্ছে না।'