নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার ইউনাইটেড অন্দরে এখন স্বস্তির হাওয়া। উয়েফা নেশনস কাপে দলের দুই ফুটবলার ভালো খেলেছেন। পর্তুগালের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগ দ্যালোট। একটি এবং একটি অ্যাসিস্ট রয়েছে ব্রুনো ফার্নান্দেজের নামের পাশে। চেক পজাতন্ত্রের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললেও তিনি গোল পাননি।