নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের গভর্নর বনোয়ারিলাল পুরোহিত রবিবার রাজ্যে বিধানসভা অধিবেশন আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-নেতৃত্বাধীন সরকারের অনুরোধ মেনে নিয়েছেন। মান সরকারের আমলে রাজ্য বিধানসভায় তৃতীয়বার অধিবেশন বসতে চলেছে। সরকারের প্রস্তাব মতোই ২৭ সেপ্টম্বর চণ্ডীগড়ে সকাল ১১টা থেকে শুরু হবে অধিবেশন।
বিষয়টি নিশ্চিত করে, পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ান বলেছেন, "মাননীয় গভর্নর, পাঞ্জাব, অত্যন্ত সদয়ভাবে আমাদের অনুরোধে সম্মত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর চণ্ডীগড়ে সকাল ১১টায় পাঞ্জাব বিধানসভার তৃতীয় অধিবেশনের জন্য বৈঠক করার জন্য ডেকেছেন।"
Punjab government writes a letter to the state's Assembly Secretary to obtain the order of the Governor to summon the State Assembly on September 27th, as per the decision of the Punjab govt. pic.twitter.com/4F7p27jhX3