নিজস্ব সংবাদদাতাঃ অঙ্কিতা হত্যা মামলার বিরুদ্ধে গোটা উত্তরাখণ্ডের পাহাড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ধর্না, বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দোষীদের অবিলম্বে মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছেন অনেকে।
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় বিক্ষোভের আঁচ বদ্রীনাথেও একই সঙ্গে এ দিন সকালে কংগ্রেস, বাম সংগঠন, ছাত্র সংগঠনের লোকজন বদ্রীনাথ হাইওয়েতে মর্গের সামনে ধর্নায় বসেন। এদিকে বিপুল সংখ্যক মানুষের কারণে সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে রাস্তার দু'ধারে গাড়ি আটকে পড়ে। কোতেশ্বর ও কীর্তিনগর থেকে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়।