তর্পণ করতে মহালয়ায়র ভোরে ভিড় জমলো দুর্গাপুর ব্যারেজে

author-image
Harmeet
New Update
তর্পণ করতে মহালয়ায়র ভোরে ভিড় জমলো দুর্গাপুর ব্যারেজে

হরি ঘোষ, দুর্গাপুর : সকাল সকাল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া আর পূর্বপুরুষকে জল-তিল দেওয়ার রীতি তর্পনের মাধ্যমে শেষ হল পিতৃপক্ষ। দেবী উমার আগমনের বার্তা দিয়ে সূচনা হল দেবীপক্ষের। মহালয়ার সকালে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের শ্রদ্ধা জানানো হয়। তার জন্য বিভিন্ন নদীঘাটে ভিড় করেন মানুষ। জেলাতেও একই ছবি ধরা পড়ে। 





মহালয়ার সকালে দুর্গাপুর ব্যারাজে সেই পুরোনো ছবি দেখা গিয়েছে। বহু মানুষ এদিন সকাল সকাল হাজির হয়েছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্যে শ্রদ্ধা জানাতে। বিগত দু বছর অতিমারির জন্য মানুষের জমায়েত কম হয়েছিল। তবে এই বছর ফের সকে নিজস্ব রীতি মেনে নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করেছেন, তাদের আর্শিবাদ চেয়েছেন। আর মহালয়া মানেই উমার আগমন সময়ের অপেক্ষা।