New Update
হরি ঘোষ, জামুড়িয়া : এখনো তৃণমূলের শারদীয়া শুভেচ্ছার হোর্ডিং ও ব্যানারে স্থান হলো না আসানসোলের পৌর নিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের।এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে কটাক্ষ বিজেপির।আসানসোল পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ড জামুড়িয়া কুয়োমোড় এলাকায় বিধায়কের ছবি সহ লাগানো হয়েছে শারদীয়া শুভেচ্ছার হোর্ডিং। জামুড়িয়া বিধানসভার পক্ষ থেকে সেই হোর্ডিং এ জামুড়িয়ার সমস্ত কাউন্সিলারের নাম সহ ছবি দিয়ে জামুড়িয়াবাসীকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। সেই ব্যানারে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ ১৩ জন কাউন্সিলরের ছবি দেওয়া হয়েছে।জামুড়িয়া পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সুভাষ পাল অভিযোগ করেন যে বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। কিন্তু ৬ নম্বর ওয়ার্ডে ছবি দেওয়া হয়েছে, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় ব্যানার্জির।
সুভাষ পাল অভিযোগ করেন, ব্যানারটি পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের সামনেই দেওয়া হয়েছে অথচ তারা কিন্তু কিছুই জানেন না। তারা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সেই নিয়ে প্রশ্ন করায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। তাছাড়াও ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র বিধান উপাধ্যায়ের নাম ও ছবি কিভাবে বাদ দেওয়া হলো সে নিয়ে তদন্তের দাবি করেন তিনি।বিজেপি নেতা সন্তোষ সিং কটাক্ষ করে জানান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বাস্তবেই জামুড়িয়াতে দেখতে পাওয়া যায় না। সেই বিষয়টি তৃণমূলের পক্ষ থেকে তুলে ধরায় তাদের অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে।
mamatabanerjee
bidhanupadhyay
abhishekbanerjee
jamuria
Durgapur
hareramsingh
durgapuja
pujahoarding
subhaspal
kuyamore
sanjaybanerjee
asansol
devipaksha
bjp
tmc
banner