রাজস্থানের কমান্ড পেতে পারেন সচিন পাইলট! জল্পনা তুঙ্গে

author-image
Harmeet
New Update
রাজস্থানের কমান্ড পেতে পারেন সচিন পাইলট! জল্পনা তুঙ্গে

​নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যে কোনও সময়ে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, মরু রাজ্যের ব্যাটন সচিন পাইলটের হাতে তুলে দিতে পারে কংগ্রেস নেতৃত্ব। 



 যদিও গেহলট শিবিরের বিধায়করা সিপি যোশী, বিডি কাল্লা এবং শান্তি ধারিওয়ালের নাম সামনে আনতে পারেন বলে আলোচনা চলছে। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শচীন পাইলট হবেন। দলের হাইকমান্ড সব সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকটি একটি আনুষ্ঠানিকতা মাত্র।