হরি ঘোষ, দুর্গাপুর : মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষ শুরু হয়। আক্ষরিক অর্থে মহালয়া থেকেই দুর্গা পুজোর সূচনা হয়। এই দিন অনেকেই তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে গঙ্গায় তর্পণ করেন। পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠানও করা হয়। কথিত আছে, পিতৃপক্ষে পূর্বপুরুষকে তিল, জল দান করলে তাঁদের আশীর্বাদে সংসারের সমস্ত বাধা-বিঘ্ন নাশ হয় এবং জীবনে সুখ, শান্তি আসে।
পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়া অমাবস্যা হল তর্পণ ও শ্রাদ্ধ কর্মের জন্য শ্রেষ্ঠ তিথি। মহালয়ার ভোরে বাঙালির ঘরে ঘরে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর কন্ঠস্বরে মা দুর্গার আগমনী বার্তা। চারিদিকে পুরদস্তুর শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। মহালয়া অমাবস্যার পরবর্তী তিথি অর্থাৎ প্রতিপদ থেকেই অনেক জায়গায় শুরু হয়ে যায় দেবীদুর্গার আরাধনা।