নিজস্ব সংবাদদাতাঃ ১-১২ বছর বয়সী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন, তাঁরও দুবেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন।
১-৫ বছর বয়সীদের খাদ্য তালিকা -
ব্রেকফাস্ট: এক পিস পাঁউরুটি, ডিমসেদ্ধ, কলা, ১০০ মিলিলিটার দুধ
লাঞ্চ: ২৫ গ্রাম ভাত, ডাল ৫ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মাছ ৫০ গ্রাম
বিকেলের জলখাবার: সুজি ১৫ গ্রাম, দুধ ১০০ মিলিলিটার, ফল এক কুচি
ডিনার: ভাত ৫০ গ্রাম, ডাল ৫ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মুরগির মাংস/ডিম কারি ৫০ গ্রাম
৫-১২ বছর বয়সীদের খাদ্য তালিকা -
ব্রেকফাস্ট: দু’পিস পাঁউরুটি, ডিমসেদ্ধ, কলা, ২০০ মিলিলিটার দুধ
লাঞ্চ: ৫০ গ্রাম ভাত, ডাল ১০ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মাছ ৫০ গ্রাম, দই ১০০ মিলিলিটার
বিকেলের জলখাবার: সুজি ১৫ গ্রাম, দুধ ২০০ মিলিলিটার, কুচনো ফল
ডিনার: ভাত ৫০ গ্রাম, ডাল ১০ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মুরগির মাংস/ডিম কারি ৭৫ গ্রাম
করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। তাই মূলত শিশু চিকিৎসাতেই নজর দিতে ২৩ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।