নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহে বিশ্বের শীর্ষ কূটনৈতিক পর্যায়ে আধিপত্য বিস্তার করেছে। ভারত শনিবার কূটনীতির মাধ্যমে যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানায় এবং কিয়েভ-মস্কো সংঘাতের বিষয়ে খোলাখুলিভাবে তার অবস্থানকে সম্পর্কে জানায়।
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 'আমাদের কাছে প্রায়ই জানতে চাওয়া হয় আমরা কার পক্ষে আছি। এবং আমাদের উত্তর, প্রতিবার, সোজা এবং সৎ। ভারত শান্তির পক্ষে রয়েছে এবং সেখানে দৃঢ়ভাবে থাকবে''l