বিজেপি সাংসদকে 'বিহারী গুণ্ডা' আখ্যা মহুয়া মৈত্রের

author-image
Harmeet
New Update
বিজেপি সাংসদকে 'বিহারী গুণ্ডা' আখ্যা মহুয়া মৈত্রের

নিজস্ব সংবাদদাতাঃ ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে 'বিহারী গুণ্ডা' বলে আখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে অভিযোগ তুলেছেন দুবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ।  ঝাড়খণ্ডের গোড্ডার এই বিজেপি সাংসদের অভিযোগ, “তৃণমূল সাংসদের বলা অবমাননাকর ভাষা উত্তর ভারতীয়দের পাশাপাশি হিন্দিভাষীদের তৃণমূলের ভাবনা প্রকাশ করেছে।তাঁর আরও অভিযোগ, ‘বিহারি গুন্ডাবলে শুধু বিহারি নয়, সমস্ত হিন্দিভাষীদের অবমাননা করা হয়েছে। এদিকে তৃণমূল সাংসদের দাবি, “কোরামের অভাবে সংসদীয় কমিটির বৈঠকই হয়নি। সদস্যরা উপস্থিতই ছিলেন না। সেই পরিস্থিতিতে তিনি কীভাবে কাউকে এ ধরনের কথা বলতে পারেন?”