নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল বিশ্বকাপের ইতিহাস সুদুর বিস্তৃত। যার পরিধি ব্রাজিল ছাড়া অসমাপ্ত। ১৯৫০ সালের বিশ্বকাপের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১৬ জুলাই মারাকানায় হয়েছিল এই ম্যাচ।
যাকে কেন্দ্র করে তুঙ্গে ছিল দর্শকদের উত্তেজনা। ঐতিহাসিক এই খেলায় গ্যালারিতে উপস্থিত ছিলেন ১ লাখ ৭৩ হাজার ৮৫৪ জন। বেসরকারি হিসেবে দর্শক সংখ্যা হতে পারে ২ লাখেরও বেশি। যদিও ম্যাচটি জিততে পারেনি ব্রাজিল।