নিজস্ব সংবাদদাতা: বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির বাজেট জানেন কত? কলকাতার অন্যতম পুজো কমিটিগুলির মধ্যে একটি বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই বছর তাদের পুজোর থিম 'স্টারি নাইট'।
পৃথিবী বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগভের সবচেয়ে বিখ্যাত চিত্র 'স্টারি নাইটে'র অনুপ্রেরণায় এইবছর এই পুজো কমিটি নিজেদের প্যান্ডেল নির্মাণ করছে। এই বছর বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির বাজেট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। দর্শনার্থীদের সুরক্ষায় বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি ফার্স্ট এইড রুমের ব্যবস্থা করেছে।