মায়ানমার সীমান্তের কাছে বাজেয়াপ্ত ১৬৮ কোটি টাকার মাদকদ্রব্য

author-image
Harmeet
New Update
মায়ানমার সীমান্তের কাছে বাজেয়াপ্ত ১৬৮ কোটি টাকার মাদকদ্রব্য

নিজস্ব সংবাদদাতা : মাদক বিরুদ্ধ অভিযানে বড় সাফল্য মিজোরাম পুলিশের। আসাম রাইফেলস (এআর) এবং মিজোরাম পুলিশের একটি যৌথ দল চামফাই জেলার মায়ানমার সীমান্তের কাছে ১৬৭.৮৬ কোটি মূল্যের মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে।



 পুলিশ সূত্রে খবর, মেলবুক গ্রামে আসাম রাইফেলসের সের্চিপ ব্যাটালিয়ন এবং রাজ্য পুলিশ যৌথভাবে পরিচালিত অভিযানের সময়, এক মহিলা ব্যবসায়ীর কাছ থেকে পার্টি ড্রাগ ৫,০৫,০০০ ট্যাবলেট (৫৫.৮০ কেজি) মেথামফেটামিন বাজেয়াপ্ত করা হয়।গাড়ির বিভিন্ন বগিতে ওই মাদক লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ।