নিজস্ব সংবাদদাতাঃ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। তাতে সামিল হয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস। এবার জাতীয় দলের হয়েও দেখা গেল বিশেষ সেলিব্রেশন।
ঘানার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন রিচার্লিসন, একটি গোল করেছেন মার্কুইনহোস। জাতীয় দলের জার্সিতে বিশেষ এই সেলিব্রেশন করেছেন লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার।