নিজস্ব সংবাদদাতাঃ হন্ডুরাসের বিরুদ্ধে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে দেশের জার্সিতে ৮৮ টি গোল হয়ে গেল তাঁর। ১৬৪ ম্যাচে ৮৮ টি গোল করলেন লিও। অ্যাসিস্ট করেছেন ৪৮ টি ক্ষেত্রে। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ৬। কোপা আমেরিকায় ১২। দেশের হয়ে সবথেকে বেশি করার নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১১৭ গোল) কাছেই রয়েছে এখনও।