নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সহজ জয়। ম্যাচ শুরু হওয়ার প্রথম কোয়ার্টারের একটু পরেই এগিয়ে যায় আর্জন্টিনা। লাউতারো মার্তিনেজের গোলে পিছিয়ে যায় হন্ডুরাস।
বিরতির বাঁশি বাজার আগে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। হন্ডুরাসের বিরুদ্ধে গোটা সময়ে মাঠে ছিলেন মেসি। খেলা পরিচালন করেছেন। ৬৯ মিনিটে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি গোল। হন্ডুরাস কোনও গোল করতে পারেনি ।