কলকাতার মতো দুর্গাপুরেও কার্নিভাল

author-image
Harmeet
New Update
কলকাতার মতো দুর্গাপুরেও কার্নিভাল

হরি ঘোষ, দুর্গাপুর : কলকাতার ধাঁচে এবার দুর্গাপুরেও অনুষ্ঠিত হবে পুজা কার্নিভাল। সেই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার একটি বৈঠক করা হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে পুলিস ও জেলা প্রশাসনকের এদিন বৈঠক হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক অরুণ প্রসাদ, বিধায়ক সুভাষ মন্ডল, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ'র ভাইস চেয়ারম্যান কবি দত্ত ও ডিসি পূর্ব অভিষেক গুপ্তা-সহ একাধিক সরকারি আধিকারিক ও পুজো কমিটির সদস্যরা।

 
৭ অক্টোবর দুর্গা প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রাজীব গান্ধী ময়দান থেকে। দুর্গাপুরে এখনও পর্যন্ত ১৫ টি দুর্গাপুজো কমিটি কার্নিভালে অংশ নেওয়ার জন্য নথিভুক্ত করেছে। প্রতিটি পুজো কমিটির ৫০ জন সদস্য এই কার্নিভালে অংশ নিতে পারবেন। কার্নিভালের রোড শো শেষ হবে দুর্গাপুর ওমেন্স কলেজ সংলগ্ন এলাকায়।