পেট্রোল পাম্পে যুব-কংগ্রেসের অভিনব প্রতিবাদ ও প্রচার

author-image
Harmeet
New Update
পেট্রোল পাম্পে যুব-কংগ্রেসের অভিনব প্রতিবাদ ও প্রচার
হরি ঘোষ, দুর্গাপুরঃ জামুড়িয়া ব্লক ১, তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অভিনব প্রচার। আখলপুর পেট্রোল পাম্পে অভিনব প্রতিবাদ ও প্রচার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সভাপতি মৃদুল চক্রবর্তী, ছাত্র ও যুব নেতা পিন্টু কুমার দত্ত, আবিদ মন্ডল, মহিলা নেত্রী রাখি কর্মকার-সহ অন্যান্যরা। 


স্থানীয় যুব নেতাদের দাবী, " আপনি ১ লিটার পেট্রোল কিনলে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পুর ফান্ডে যাচ্ছে আনুমানিক ৫০ টাকা।  

 যে টাকা উনি ভারতবর্ষের গণতন্ত্রকে বিনিষ্ট করতে, বিধায়ক কিনতে ব্যবহার করছেন। আজ পাপ্পুর নেওয়া সেই টাকার রশিদ প্রত্যেক পেট্রোল পাম্পে তুলে দেওয়া হচ্ছে।"