সোলার সিস্টেম লাগিয়ে নজির গড়ল এই পঞ্চায়েত

author-image
Harmeet
New Update
সোলার সিস্টেম লাগিয়ে নজির গড়ল এই পঞ্চায়েত

 নিজস্ব প্রতিনিধি, ইছাপুর : মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের মাশুল  । আর তা থেকেই মুক্তি পেতে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের  ইছাপুর পঞ্চায়েত গড়ল অনন্য নজির  । পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল জানান, সমগ্র পঞ্চায়েত অফিস ভবনে প্রত্যেক তিন মাসে মোটা অঙ্কের টাকা বিল দিতে হয় বিদ্যুৎ দফতরকে  । যদি সেই টাকা বাঁচিয়ে রেখে সমাজের কল্যাণমূলক কাজে লাগানো যায় ,তার জন্যই চিন্তাভাবনা হয় সোলার সিস্টেম লাগিয়ে সমগ্র পঞ্চায়েতের বিদ্যুতের বিল বাঁচানোর । আজ সেই চিন্তা ভাবনা বাস্তবে রূপায়িত হলো । উদ্বোধন হল পঞ্চায়েত ভবনের রুফটপ সোলার সিস্টেমের  ।

এই সোলার সিস্টেমের শুভ উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক ইছাপুর পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এও জানান তাঁর এলাকায় মোট ১২টি পঞ্চায়েতের প্রধানদের এই ইছাপুর পঞ্চায়েতে এসে দেখে যাওয়া উচিৎ। বিধায়ক এও মনে করেন শুধু পাণ্ডবেশ্বর বিধানসভা নয় সমগ্র পশ্চিম বর্ধমানের ইছাপুর পঞ্চায়েতেই এই প্রথম সোলার এনার্জির মাধ্যমে পঞ্চায়েতের সমস্ত বৈদ্যুতিক কাজকর্ম চলবে। এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি ছাড়াও অন্যান্য নেতৃবর্গ  ।