নিজস্ব সংবাদদাতা : শনিবার বিদেশ মন্ত্রক ভারত থেকে আইটি-দক্ষ যুবকদের লক্ষ্য করে ভুয়ো আন্তর্জাতিক চাকরির র্যাকেটের বিরুদ্ধে একটি পরামর্শ জারি করেছে।চাকরি প্রার্থীদের চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে সংশ্লিষ্ট মিশনের মাধ্যমে নিয়োগকর্তার সমস্ত বিবরণ যাচাই করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।
এক বিবৃতিতে দফতরের তরফে বলা হয়েছে,"কল-সেন্টার কেলেঙ্কারি এবং ক্রিপ্টো-কারেন্সি জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহজনক আইটি সংস্থাগুলির দ্বারা থাইল্যান্ডে ডিজিটাল সেলস এবং মার্কেটিং এক্সিকিউটিভের পদের জন্য ভারতীয় যুবকদের প্রলুব্ধ করার জন্য লোভনীয় চাকরির প্রস্তাব দেওয়ার ভুয়ো চাকরির ব়্যাকেটগুলি সম্প্রতি মায়ানমার ও ব্যাংককের আমাদের মিশনগুলির দ্বারা আমাদের নজরে এসেছে৷” চাকরি প্রার্থীদের সতর্ক থাকতে বলেছে বিদেশ মন্ত্রক। দফতর জানিয়েছে, বেশ কিছু ভারতীয়কে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে, এবং কঠোর পরিস্থিতিতে কাজ করার জন্য বন্দি করে রাখা হয়েছে।