টাইফুন তালাস এর আঘাতে নিহত ২, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

author-image
Harmeet
New Update
টাইফুন তালাস এর আঘাতে নিহত ২, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিনিধি-টাইফুন তালাস শনিবার মধ্য জাপানে তীব্র বাতাসের মধ্যে ভারী বৃষ্টিপাতের সঙ্গে আঘাত হানে, যার ফলে ইতিমধ্যেই দুইজন নিহত হয় এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এই সপ্তাহের শুরুর দিকে টাইফুন নানমাদোল, যা কয়েক বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে বড় ঝড়গুলির মধ্যে একটি,সেটির কারণে দুইজনের মৃত্যু হয়, সেই সঙ্গে জাপানে রেকর্ড বৃষ্টিপাত হয়।




শিজুওকা শহরটি টাইফুন তালাস দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেকর্ড ৪১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে।টাইফুন তালাসের কেন্দ্রস্থলে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) বেগে বাতাস বইছিল বলেও জানিয়েছে সংস্থাটি।প্রায় ১ লাখ ২০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।