পিংলায় টাইটানিক!

author-image
Harmeet
New Update
পিংলায় টাইটানিক!

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ টাইটনিক জাহাজ দেখতে হলে অবশ্যই আসতে হবে পিংলার জলচকে। বৃষ্টি উপেক্ষা করে দ্রুততার সঙ্গে চলছে সেই থিমের কাজ। কারণ দাসপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১০ নং জলচক অঞ্চল, গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছর অর্থাৎ ৬৪ তম বর্ষের পুজো মন্ডপের থিম- টাইটনিক জাহাজ। প্রায় ৮ একর জলাশয়ের মাঝে সাদা ঝকঝকে টাইটনিকের প্রস্তুতির কাজ দেখতেই সাধারণ মানুষের ভিড় শুরু হয়েছে। প্রতিদিনই বিকেলে মানুষ ভিড় করছে পূজো মন্ডপের সামনে। প্রায় দুই মাস আগে এই মন্ডপের কাজ শুরু হয়েছে। এবারের পুজো বাজেট ২৩ লক্ষ টাকা। ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন এলাকার মানুষজন ফোনে খবর নিচ্ছেন পূজো মন্ডপের ব্যাপারে। তাই পুজো কমিটি আশাবাদী, এই টাইটনিক জাহাজ দেখতে মানুষের প্রচুর ভিড় হবে। বাঁশ, সাদা কাপড়, আলকাতরা লাগানো কাঠ- সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরী হচ্ছে এই জাহাজ। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের আঁকা বিভিন্ন ছবি ভেতরের গ্যালারিতে লাগানো হবে। তাই পিংলার এই পুজো কমিটি এখন দ্রুততার সঙ্গে টাইটনিক জাহাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। পঞ্চপমীতে রয়েছে শুভ উদ্ধোধন। পুজোর দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে এই পুজো কমিটি।