হরি ঘোষ, কাঁকসাঃ কাঁকসার মালনদীঘি থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তার মাঝে জামডোবায় পূর্ত সড়ক দপ্তর কর্তৃপক্ষের পক্ষ থেকে DVC সেচ ক্যানেলের উপর তৈরি হচ্ছে নতুন ব্রিজ। পাশে হিউম পাইপ দিয়ে অস্থায়ী ব্রিজ করা হয়েছে পারাপারের জন্য। DVC জল ছাড়ায় অস্থায়ী ব্রিজ থেকে হিউম পাইপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় DVC কর্তৃপক্ষ। এলাকাবাসীদের অভিযোগ অস্থায়ী ব্রিজ কেটে দিলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। DVC কর্তৃপক্ষ অস্থায়ী ব্রিজে ক্রেনের মাধ্যমে হিউম পাইপ তুলতে আসে। বাধা দেয় স্থানীয়রা। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় ঝামেলা। স্থায়ীওদের দাবি বিকল্প রাস্তা তৈরি করে এই অস্থায়ী ব্রিজ থেকে হিউম পাইপ তুলুক DVC কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ। পরে ঘটনাস্থলে আসে ডিভিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের মধ্যে বিকল্প অস্থায়ী রাস্তা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেয়।