নিজস্ব প্রতিনিধি-শনিবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর উপকূলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার মেউলাবোহ থেকে প্রায় ১৯ কিলোমিটার (১১.৮১ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪.৮৫ মাইল)।"শনিবারের ৬.২ মাত্রার ভূমিকম্পটি মেউলাবোহ থেকে ৪০ কিলোমিটার (২৪.৮ মাইল) দক্ষিণ-দক্ষিণপশ্চিমে কেন্দ্রীভূত ছিল, আচেহ প্রদেশের একটি উপকূলীয় শহর ৪৯ কিলোমিটার (৩০.৪ মাইল) গভীরতায়", ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।