আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস পালিত হল মেদিনীপুরে

author-image
Harmeet
New Update
আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস পালিত হল মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ

 ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ দিবসে পশ্চিম মেদিনীপুর এসোসিয়েশন অফ ডেফ এর পক্ষ থেকে বধির প্রতিবন্ধীদের নিয়ে একগুচ্ছ কর্মসূচি পালন করা হল খড়গপুর রাম মন্দির হলে।  



উপস্থিত ছিলেন wbfds এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জিব বোস, এক্সিকিউটিভস কমিটির সোমনাথ পলি, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি আকিব সইদ, সম্পাদক পঙ্কজ কুমার ও কোষাধ্যক্ষ প্রবীর সাহা।খড়গপুর রেল স্টেশন থেকে একটি সুদৃশ্য পদযাত্রা হয়।পরে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচিতে সাংকেতিক ভাষার বিশেষ বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। প্রজেক্টারের মাধ্যমে প্রদর্শিত হওয়া এই অনুষ্ঠানটি উপস্থিত সদস্যদের প্রথম থেকেই আকর্ষণীয় ছিল।