নিজস্ব প্রতিনিধি-হিজাবের নিয়ম ভঙ্গের অভিযোগে নিহত ইরানি মেয়ের প্রতিক্রিয়ায় নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই মন্তব্য করেছেন যে,তিনি বলেন কে কি পরবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীর আছে।
"একজন মহিলা যা-ই পরতে পছন্দ করেন না কেন, তার নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি আগেও বলেছি, কেউ যদি আমার জোর করে মাথা ঢেকে রাখে, আমি প্রতিবাদ করব।কেউ যদি আমাকে জোর করে আমার স্কার্ফ খুলে ফেলতে বাধ্য করে, আমি প্রতিবাদ করব।আমি #MahsaAmini জন্য ন্যায়বিচার দাবি করছি," তিনি টুইট করেছেন।